বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা

Description
বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ১০ নম্বরের ই ব্লকে সাইফুল ইসলাম (২৪) নামে ওই যুবকের উপর হামলা হয় বলে তার বাবা শামসুর রহমান জানান। ভ্যানে করে সব্জি বিক্রেতা শামসুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই এলাকায় রাতে তিনি সব্জি বিক্রি করছিলেন। ছেলে তাকে সাহায্য করছিল। দুই যুবক এসে সাইফুলের সঙ্গে কথা বলে। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা সাইফুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলাকারী যুবকদের নাম না জানলেও দেখলে চিনতে পারবেন বলে জানান সামসুর রহমান। “কেন সাইফুলের উপর এ হামলা চালানো হল, তা আমার জানা নেই।” পল্লবী থানার ওসি দাদন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলাকারীদের চিহ্নিত করা গেছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে রাত ৯টার দিকে খিলক্ষেত রেল ক্রসিং সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে মাহবুব আলম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মাহবুবের বাড়ি ময়মনসিংহে, তিনি গাজীপুরে এক আত্মীয়ের বাসায় থেকে ঢাকায় চাকরি খুঁজছিলেন বলে আবুল হাশেম নামে তার এক স্বজন জানান। হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহবুব রেললাইন ধরে হাঁটার সময় দুটি ট্রেনের ক্রসিংয়ের মাঝখানে সে পড়ে যায়। ট্রেন দুটি চলে যাওয়ার পর তাকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দুইজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
Additional Information

Credibility: UP DOWN 0
Leave a Comment
Name:
Email:
Comments:
Security Code:
18 + 6 =

Additional Reports

রাজধানীতে বন্ধুদের হাতে কিশোর খুন

16:30 Mar 02, 2017

West Shewrapara, Dhaka, Dhaka Division, Bangladesh, 2.59 Kms

ঢাকায় ‘অদ্ভুত নাম্বারপ্লেটের’ গাড়ি আটক

12:22 Jan 18, 2017

Gulshan 2, Dhaka, Dhaka Division, Bangladesh, 5.61 Kms

অপহরণ

09:45 Feb 16, 2017

Gulshan 1, Dhaka, Dhaka Division, Bangladesh, 6.8 Kms

Criminal killed in gunshots in Dhaka

15:36 Feb 05, 2017

Gulshan 1, Dhaka, Dhaka Division, Bangladesh, 6.8 Kms

ভোগ মডেল, মেডিকেল ছাত্রীর ঝুলন্ত মরদেহ

15:42 Mar 30, 2017

107 (New), Dhanmondi Pary Center, Lalmatia, Dhaka, Dhaka Division, 1209, Bangladesh, 7.06 Kms