Description
ঢাকা: সংসদ ভবনের এমপি হোস্টেলের ৬ নম্বর ব্লকে এক অজ্ঞাত পরিচয় নারীর গলিত মৃতদেহ পাওয়া গেছে।
রোববার সন্ধ্যা পর্যন্ত পুলিশ মৃতদেহ উদ্ধারে তৎপর ছিল।
শেরে বাংলানগর থানার ওসি জানান, অর্ধগলিত মৃতদেহটি তিন চারদিনের পুরনো। তার পরিচয় জানা যায়নি। বয়সও সনাক্ত করা যায়নি।
সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস আনোয়ার হোসেন বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেছেন।
বিষয়টি ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীকে জানানো হয়েছে।
এদিকে, পুলিশ জানায় তিন তলার সিঁড়ির পাশে কমন স্পেস এলাকার বাথরুমের পাশে লাশটি পড়ে ছিল। লাশের গায়ে কালো-নীল-লাল রঙের ম্যাক্সি রয়েছে।
পুলিশের এসি (উত্তর) শহীদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘হরতাল ডিউটি থেকে বিকেলে অফিসে লাঞ্চ করতে এলে সংসদ কার্যালয়ে কর্মরত পুলিশের এডিসি আমাকে ঘটনাটি জানান। সঙ্গে সঙ্গে আমি ঊর্ধ্বতন কর্মর্তাদের ঘটনাটি জানিয়ে ঘটনাস্থলে চলে আসি।’
এসি (উত্তর) শহীদুল আরও বলেন, ‘লাশের পেটে আঘাতের চিহ্ন রয়েছে। সংসদের মত একটি সংরক্ষিত জায়গায় এ ধরনের ঘটনা ঘটার কথা নয়। তরপরও যেহেতু এ ঘটনা ঘটেছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তবে লাশের পরিচয় পাওয়া গেলে হত্যার রহস্য উম্নোচনে সুবিধা হতো।’
তিনি বলেন, ‘আমরা লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠাবো। এরপর মামলা হলে তদন্তের মাধ্যমে রহস্য জানা যাবে।’
তিনি আরও বলেন, ‘যে স্থানে লাশ পাওয়া গেছে সে স্থানটি অব্যবহৃত থাকে। এ ব্লকে প্রত্যেক দলের সাংসদদের জন্যে একটি করে কক্ষ বরাদ্দ আছে। সাংসদরা এগুলো নিজেদের অফিস হিসেবে ব্যবহার করেন। তবে কেউ সেখানে থাকেন না।’
Additional Information
Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment