Description
ঢাকা (ক্রাইমরিপোট২৪ডটকম) : রাজধানীর তেজগাঁও, রামপুরা ও মিরপুর শাহআলী এলাকা থেকে দুই তরুণ ও এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে গলায় রশি ও ওড়না পেচিয়ে তারা নিজ নিজ বাসায় আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সোমবার সকাল সাড়ে ৭টার মধ্যে মিরপুর শাহআলী এলাকায় ডালিম (৩২), রামপুরায় আব্দুর রাশেদ চৌধুরী খোকন (৩৫) ও তেজগাঁওয়ে শিউলী আক্তারের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে।
শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) এবিএম ফিরোজ ওয়াহিদ ক্রাইমরিপোট২৪ডটকমকে জানান, থানা এলাকায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ডালিম (৩২) নামের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত ডালিমের চাচা মনিরুল জানান, পরিবার নিয়ে তুরাগ সিটির সামনে উত্তরা পাম্পের আলমগীর হোসেনের বেড়িবাঁধ বস্তিতে থাকতেন ডালিম। পরিবারের সঙ্গে রাগ করে নিজ বাসায় ঘরের অড়ার সঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করেন ডালিম।
এরআগে রোববার রাত সাড়ে ১০টার দিকে রামপুরার ১৯২ নং পশ্চিম উলন পোড়া বাড়ির বাসা থেকে আব্দুর রাশেদ চৌধুরী খোকনের লাশ উদ্ধার করে রামপুরা থানা পুলিশ।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুর হক ক্রাইমরিপোট২৪ডটকমকে জানান, আব্দুর রাশেদ খোকন তার পরিবারের সঙ্গে রামপুরা ১৯২ নং পশ্চিম উলন পোড়া বাড়ির গলির বাসা থেকে থাকতেন। খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
খোকনের সহকর্মী মনির জানান, তার নিজ বাসার দুই তলায় রুমে ফ্যানের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন। সেখান থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
রামপুরা থানার এ ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় ৪২ নং দক্ষিণ কুনিপাড়া তেজগাঁও চারতলা বাড়ির ২য়তলা বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত শিউলি আক্তারের লাশ উদ্ধার করা হয়।
শিউলীর চাচা মোহাম্মদ আলী জানান, তিন মাস আগে শাহ আলম নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় শিউলীর। তেজগাঁও থানাধীন ৪২ নং দক্ষিণ কুনিপাড়ার চারতলা বাসার দ্বিতীয়তলায় থাকতেন তারা। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ রুমে শাহ আলমের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পাশের রুমের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এই ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জিত সরকার ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন।
পরিবারে তিন বোন এক ভাইয়ের মধ্যে শিউলি বড়। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার হাতিকাঠায়।
Photo: রাজধানীতে তিনজনের ঝুলন্ত লাশ উদ্ধার ঢাকা (ক্রাইমরিপোট২৪ডটকম) : রাজধানীর তেজগাঁও, রামপুরা ও মিরপুর শাহআলী এলাকা থেকে দুই তরুণ ও এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে গলায় রশি ও ওড়না পেচিয়ে তারা নিজ নিজ বাসায় আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সোমবার সকাল সাড়ে ৭টার মধ্যে মিরপুর শাহআলী এলাকায় ডালিম (৩২), রামপুরায় আব্দুর রাশেদ চৌধুরী খোকন (৩৫) ও তেজগাঁওয়ে শিউলী আক্তারের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) এবিএম ফিরোজ ওয়াহিদ ক্রাইমরিপোট২৪ডটকমকে জানান, থানা এলাকায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ডালিম (৩২) নামের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত ডালিমের চাচা মনিরুল জানান, পরিবার নিয়ে তুরাগ সিটির সামনে উত্তরা পাম্পের আলমগীর হোসেনের বেড়িবাঁধ বস্তিতে থাকতেন ডালিম। পরিবারের সঙ্গে রাগ করে নিজ বাসায় ঘরের অড়ার সঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করেন ডালিম। এরআগে রোববার রাত সাড়ে ১০টার দিকে রামপুরার ১৯২ নং পশ্চিম উলন পোড়া বাড়ির বাসা থেকে আব্দুর রাশেদ চৌধুরী খোকনের লাশ উদ্ধার করে রামপুরা থানা পুলিশ। রামপুরা থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুর হক ক্রাইমরিপোট২৪ডটকমকে জানান, আব্দুর রাশেদ খোকন তার পরিবারের সঙ্গে রামপুরা ১৯২ নং পশ্চিম উলন পোড়া বাড়ির গলির বাসা থেকে থাকতেন। খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। খোকনের সহকর্মী মনির জানান, তার নিজ বাসার দুই তলায় রুমে ফ্যানের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন। সেখান থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। রামপুরা থানার এ ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় ৪২ নং দক্ষিণ কুনিপাড়া তেজগাঁও চারতলা বাড়ির ২য়তলা বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত শিউলি আক্তারের লাশ উদ্ধার করা হয়। শিউলীর চাচা মোহাম্মদ আলী জানান, তিন মাস আগে শাহ আলম নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় শিউলীর। তেজগাঁও থানাধীন ৪২ নং দক্ষিণ কুনিপাড়ার চারতলা বাসার দ্বিতীয়তলায় থাকতেন তারা। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ রুমে শাহ আলমের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পাশের রুমের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এই ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জিত সরকার ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন। পরিবারে তিন বোন এক ভাইয়ের মধ্যে শিউলি বড়। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার হাতিকাঠায়।
Additional Information
Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment