ধর্ষনের পরে গলা কেটে হত্যা,আটক ২

Description
উত্তরায় রোজিনা নামে ৭ বছরের এক শিশুকে ধর্ষনের পরে গলা কেটে হত্যা করেছে সুমন নামে এক বখাটে যুবক। রোজিনার বোন জানায়,সোমবার রাত ৮টার দিকে রোজিনাকে চকলেট দেয়ার লোভ দেখিয়ে বস্তি থেকে ট্রাক স্টান্ডে ডেকে নিয়ে সুমন(২৫) ধর্ষনের পরে গলা কেটে হত্যা করেছে । শিশুটির পিতা কফিল উদ্দিন জানায়, ভিক্ষা শেষ করে বস্তিতে এসে মেয়েকে না দেখে এদিক ওদিক খোজার পরে লোক মুখে শুনতে পাই মেয়ের গলা কাটা লাশ ট্রাক স্টান্ড বালুর মাঠ সংলগ্ন একটি খালি ঘরে কাটা অবস্থায় পরে রয়েছে এই বলেই হাউমাউ করে কাঁদতে থাকে । বস্তির বাসিন্দারা জানায়, সুমন সারাদিন বেদে প্রটিতে গুরা গুরি করে আর সন্ধার পরে চুরি ছিনতাই সহ নানা অপকর্ম করে বেড়ায়। গত দুই তিন বছর আগেও বস্তিতে সে এই রকম আরও একটি ঘটনা ঘটিয়েছে।
News Source Link
http://sharshongbad.com
Additional Information

Credibility: UP DOWN 0
Leave a Comment
Name:
Email:
Comments:
Security Code:
14 + 10 =