15:43 Feb 5 2017 Lalbagh Killa (Fort), Kazi Riaz Uddin Road, Noorbagh, Babu Bazar, Dhaka, Dhaka Division, 1950, Bangladesh

Verified

রাজধানীতে পৃথক পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু

Description
আজ রাজধানীর বিভিন্ন এলাকাতে পৃথক ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার রাত ও বুধবার সকালে বিভিন্ন ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে মেডিকেল সূত্রে জানা গেছে। নিহতদের মধ্যে আছেন বনানীর মাহফুজুর রহমান খান (২৪), পুরোনো ঢাকার হাজারীবাগের চামড়া ব্যবসায়ী সাইদুল ইসলাম নয়ন (৩৮), বংশালের আমিন (২৪) এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদী শাহ আলম (৩৫)। মাহফুজুর রহমান খান (২৪) রাত সোয়া ১টার দিকে বনানী ফ্লাইওভারের সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পরপরই মাহফুজকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ব্যবসায়ী সাইদুল ইসলাম নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাই জিন্নাত আলী বলেন, গতকাল রাতে হাজারীবাগ বাজারে সিগারেট কিনতে গেলে সেখানে শাহীন নামের এক যুবকের সঙ্গে সাইদুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহীন তার ভাইকে মারধোর করে। সাইদুলকে (৩৮) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে বংশালের আমিন (২৪) এর ভাই আবুল কাশেম জানান, অভিমান করে গলায় ফাঁস দিয়ে আমিন আত্মহত্যা করেছে। সে বংশালের ২০/৩/ক আগামাসি লেন এলাকার বাসিন্দা। এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদী শাহ আলম (৩৫) এর মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে কারাগারে সুমন নামে এক কারারক্ষী বুধবার সকাল ৮ টায় তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Additional Information

Credibility: UP DOWN 0
Leave a Comment
Name:
Email:
Comments:
Security Code:
16 + 5 =

Additional Reports

কাশিমপুর কারাগারে আসামির মৃত্

15:46 Mar 15, 2017

Puran Fari Goli, Borishaila Goli sium, Islampur, Dhaka, Dhaka Division, 1950, Bangladesh, 1.26 Kms

‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা

14:52 Feb 12, 2017

Dhaka University, Azimpur Koborsthan Road, Nijhum Residential Area, Hazaribagh, Dhaka, Dhaka Division, 1950, Bangladesh, 1.65 Kms

বাড্ডায় গলা কেটে ‍যুবক খুন

10:01 Feb 17, 2017

Badda Nagor Road, Kalunagar, Hazaribagh, Dhaka, Dhaka Division, 1205, Bangladesh, 1.94 Kms